
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার, পীরে কামেল, মরহুম-মগফুর আল্লামা আকবর আলী (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব থেকে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ‘উপজেলা মডেল মসজিদ’র কনফারেন্স হলে মরহুমের দেশ-বিদেশে অবস্থানরত ছাত্রদের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আল্লামা আকবর আলী (রহ.) ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন প্রখ্যাত আলেমেদীন, খেলাফতপ্রাপ্ত একজন ইসলামি ব্যক্তিত্ব। এমন একজন আলেমে দীনকে হারিয়ে আজ মরহুমের নিজ গ্রাম, ইউনিয়ন ও উপজেলা তথা দেশবাসী গভীরভাবে শোকাহত। তিনি তাঁর জীবদ্দশায় দীনের বহুমুখী খেদমত করে গেছেন। মরহুমের ওই শূন্যতা কখনই পূরণ হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির...