দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। লক্ষ্যে শটও ছিল সমান। শেষ পর্যন্ত সমানে সমানে টক্করে জিততে পারেনি কোনো দলই। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দশরথ স্টেডিয়ামের মাঠ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। রোদ-বৃষ্টির খেলায় মাঠ খানিকটা ভারি ছিল। দুই দলের ফুটবলাররা এতে স্বাভাবিক ফুটবল খেলতে পারেননি। বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা আজকের ম্যাচে ছিলেন না। অভিষেক হয়েছে সুজন হোসেনের। তাকে খুব বড় পরীক্ষায় পড়তে হয়নি। তিন মাস পর মাঠে ফিরেছে বাংলাদেশ দল। এবার দলে ছিলেন না আলোচিত দুই নাম হামজা চৌধুরী ও শামিত সোম। ফাহামিদুল ইসলাম, শেখ মোরসালিনরা খেলছেন অনূর্ধ্ব-২৩ দলে ভিয়েতনাম সফরে। অনেকটাই খর্বশক্তির দল নিয়ে মাঠে নামেন ক্যাবরেরা। ম্যাচের ৩৯তম মিনিটে একটি সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। রহমত মিয়ার...