এশিয়ান কাপ বাছাই সামনে রেখে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ভেবেছিল বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরা জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলেন, অধিনায়ক জামাল ভূইয়াও আশা করেছিলেন জোড়া জয় নিয়ে দেশে ফেরার।তবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজদের। প্রায় তিন বছর আগে, ২০২২ সালে একই ভেন্যুতে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এলেও ব্যবধান ঘুচল না; অপেক্ষা আরও দীর্ঘ হলো। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ৩০ মিনিটে নেপালের মনি কুমার লামার ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের হেড ফিরিয়ে দেন বাংলাদেশ গোলকিপার সুজন হোসেন। এরপর ৩৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে সুমন রেজার শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধেও গোল খোঁজে বাংলাদেশ। ৫১ মিনিটে রহমত মিয়ার লং থ্রো...