
গত এক মাসের ব্যবধানে খালের এক কিলোমিটারের মধ্যে দুটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনায় ওই খালের পানিতে একটি মাইক্রোবাস ডুবে একই পরিবারের সাতজন ও পরে যাত্রীবাহী বাস ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরপর এ দুটি দুর্ঘটনায় এতো প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে শোক নেমে আসে। শুষ্ক মৌসুমে এ খলের তেমন একটা পানি না থাকলেও বর্ষা মৌসুমে পানিতে টইটম্বুর থাকে। সেইসঙ্গে তীব্র স্রোত থাকে খালটিতে। ফলে খালে কোনো যানবাহন পড়ে গেলে দ্রুতই হতাহতের ঘটনা ঘটে। সহজে উদ্ধার তৎপরতাও চালানো দুষ্কর হয়ে যায়। এছাড়া নোয়াখালী কিংবা লক্ষ্মীপুর জেলার ফায়ার সার্ভিসে কোনো ডুবুরি দল না থাকায় খালের তলদেশে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায় না। চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করতেই কয়েক ঘণ্টা লেগে যায়। এতেও হতাহতের ঘটনা বাড়ে বলে মনে করছে স্থানীয়...