ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের ৪ দিন পর এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে আংশিক বাক প্রতিবন্ধী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের চান আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। শনিবার বিকেলে বাড়ির পেছনের হলুদ ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় গিয়ে মিলনের অর্ধ-গলিত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ। নিহত মিলনের মা জানান, গত সোমবার রাতে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে মিলন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ আমার ছেলে মরা দেহ হলুদ খেতে পাওয়া...