শিক্ষার্থীদের জীবনে অনেক সময় অনেক প্রলোভন আসবে, প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে নিজেদের আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত চতুর্থ জাতীয় ইকো কার্নিভাল– ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান উপদেষ্টা। অধ্যাপক ড. সি আর আবরার বলেন, আমরা এমন এক সময় পার করছি যখন নানা রকমের সমস্যায় পৃথিবী জর্জরিত। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। আমাদের ভোগবাদিতা এমন এক পর্যায়ে চলে গেছে, আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এই ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিপর্যয় থেকে...