উসমান দেম্বেলের চোট নিয়ে শঙ্কার খবর আগেই শোনা গিয়েছিল। তবে ফ্রান্সের বিশ্বকাপ বাছাই শুরুর ম্যাচে ঠিকই মাঠে নামলেন তিনি এবং তাতেই বাঁধল বিপত্তি। ইউক্রেইনের বিপক্ষে ম্যাচে অল্প সময় খেলার পরই হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন মাঠের বাইরে। তার এই চোট পিএসজির জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, ১২ দিন পরেই যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। প্রতিপক্ষের মাঠে শুক্রবার ফ্রান্সের ২-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন দেম্বেলে। কিন্তু ডান ঊরুতে চোট পেয়ে ৩৫ মিনিট খেলেই উঠে যেতে বাধ্য হন এই ফরোয়ার্ড। মাঠ থেকে কিছুটা খুঁড়িয়ে বের হওয়ার সময় তাকে ঊরুর পেছনের অংশ চেপে ধরে রাখতে দেখা যায়। ম্যাচের একদিন আগে ফরাসি গণমাধ্যম লেকিপের প্রতিবেদনে বলা হয়, হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েই ফ্রান্স দলে যোগ দিয়েছেন এই উইঙ্গার। গত...