সালমান শাহের জীবদ্দশায় ২১টি সিনেমা মুক্তি পায়, আর বাকি ৬টি সিনেমা মুক্তি পায় মৃত্যুর পর। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তবে এই সিনেমার পুরো কাজও তিনি শেষ করতে পারেননি। পরবর্তীতে গল্পের কিছু অংশ পরিবর্তন করে সালমানের চরিত্রে শেষ অংশে অভিনয় করেন ফেরদৌস আহমেদ। পরিচালক ছটকু আহমেদ পরিচালিত সিনেমাটি সালমানের মৃত্যুর এক বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর।গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পরিচালক ছটকু আহমেদ বলেন, “সালমান শাহ-এর অসম্পন্ন ছবিগুলোতে অনেকেই ডামি ব্যবহার করেছে। আমি সেটা করতে চাইনি। একসময় প্লাস্টিক সার্জারির আইডিয়া মাথায় এলো। একটি দৃশ্য লিখলাম— সালমানের মুখ আগুনে পুড়ে যাবে। ডাক্তার প্লাস্টিক সার্জারি করার পর চেহারা পাল্টে গেলে অন্য একজন হিরো আসলেও গল্প নষ্ট হবে না। সালমানই গল্প শেষ করবেন।”ছটকু...