পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।আহতরা হলেন- শাহিনুর বেগম (৪২) ও তার মেয়ে ইয়াসমিন (১২)।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল কচুয়া গ্রামের হারুন খান ও শাহজাহান সরদারের সঙ্গে। দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে থাকা গাছ থেকে লোকজন নিয়ে শতাধিক নারিকেল নিয়ে যান শাহজাহান সরদার। এ সময় বাধা দিতে গেলে হারুন খানের বোন শাহিনুর বেগমকে কুপিয়ে জখম করে তারা। চিৎকার শুনে তার মেয়ে ইয়াসমিন ঘটনাস্থলে দৌড়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। প্রতিবেশীরা উদ্ধার করে মা ও মেয়েকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহত শাহিনুর বেগমের ভাই গ্রাম পুলিশ হাবিবুর রহমান বলেন, আদালতের রায় উপেক্ষা করে...