দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নবাবগঞ্জ উপজেলা জামায়াতের অফিসে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ইউনিয়ন আমীর ও ইউনিয়ন সেক্রেটারিসহ সকল বিভাগের সভাপতি ও সেক্রেটারিদের মতামতের ভিত্তিতে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হয়। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন উপজেলা আমীর মো. নজরুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে...