বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চলমান কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে উত্থাপিত ছয় দফা নিয়ে দ্বিতীয়বারের মতো শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষার্থীরা। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন তারা। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগের সম্মেলন কক্ষে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।আরো পড়ুন:৬ দিন পর জ্ঞান ফিরেছে সায়েমের, ডাকছেন মা-বাবাকেজাবিতে গাঁজা সেবনকালে বহিরাগতসহ ৩ শিক্ষার্থী আটক জানা যায়, আন্দোলনকারীদের মধ্যে ১৫ জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকবৃন্দ। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী ও অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম বলেন, “আমরা আজ শিক্ষকদের সঙ্গে...