সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ বললেও তার কিছু কাজ পছন্দ করেন না বলে জানিয়েছেন। এর জবাবে মোদি বলেন, তিনি ট্রাম্পের অনুভূতির প্রতিদান দিয়েছেন। এই পাল্টাপাল্টি মন্তব্যের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে শুল্কসহ বিভিন্ন বিষয় নিয়ে চলা টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে। খবর এনডিটিভির। শনিবার (৬ সেপ্টেম্বর) ট্রাম্প ভারত-মার্কিন সম্পর্ককে ‘খুব বিশেষ সম্পর্ক’ বলে অভিহিত করে বলেছেন, তিনি ও মোদি ‘সর্বদা বন্ধু থাকবেন’। তবে, ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল আমদানির কথা উল্লেখ করে বলেন, এই বিশেষ মুহূর্তে তিনি যা করছেন, তা আমার পছন্দ নয়। ট্রাম্প আরও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ভালো চলছে। ট্রাম্পের মন্তব্যের পর ভারতের প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ট্রাম্পের অনুভূতি ও আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করি ও সম্পূর্ণরূপে প্রতিদান...