বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কিশোরগঞ্জ জেলা শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে জেলা আইনজীবী ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলটির জেলা সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন জাতীয় পতাকা ও জেলা সভাপতি আবদুর রহমান রুমী দলীয় পতাকা উত্তোলন করেন। এর আগে সম্মেলন উপলক্ষে শহরে দলটি একটি লাল পতাকা মিছিল বের করে। এতে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘‘ছাত্র জনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই গণঅভুত্থানে অংশ নিয়েছে। সহস্রাধিক মানুষ গণঅভুত্থানে মৃত্যুবরণ করেছে। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু দুর্ভাগ্য...