ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি এলাকায় একটি খালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো একই উপজেলার মামারিশপুর এলাকার উজ্জ্বলের ছেলে আব্দুল মুমিন (১৮) এবং মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. মেহেদি (১৯)। তারা ভালুকার মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাদরাসার পাশের খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে যায় কয়েকজন শিক্ষার্থী। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে মুমিন ও মেহেদি গুরুতর আহত হয়।...