ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে ঘিরে বার্সেলোনায় স্বপ্নটা খুব দ্রুতই ম্লান হয়ে আসছে। মাত্র দুই মাস আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের ধারে ক্যাম্প ন্যুতে আসা ইংলিশ ফরোয়ার্ডকে নিয়ে ইতিমধ্যেই নড়াচড়া শুরু হয়েছে। কাতালান ক্লাবটি নাকি বেশ গুরুত্ব নিয়ে ভাবছে—রাশফোর্ডকে আগেভাগেই ফিরিয়ে দেওয়া যায় কি না!লা লিগার প্রথম তিন ম্যাচেই খেলেছিলেন রাশফোর্ড। কিন্তু মাঠে ছিলেন যেন হারিয়ে যাওয়া মানুষ। লেভান্তের বিপক্ষে ২৩ আগস্টের ম্যাচে প্রথমার্ধেই তাকে তুলে নিতে বাধ্য হন কোচ হান্সি ফ্লিক। তখন ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সা, যদিও পরে নাটকীয়ভাবে ৩-২ গোলে জয় পায় দল। তবুও রাশফোর্ডের নিষ্প্রভ পারফরম্যান্স চোখ এড়ায়নি ক্লাব কর্তাদের, এমনটাই দাবি স্প্যানিশ সংবাদপত্র এল নাশিওনালের।রুবেন আমোরিমের অধীনে ইউনাইটেডে আগেই ছিলেন একপ্রকার নির্বাসনে—জ্যাডন স্যাঞ্চো, অ্যান্টনি কিংবা মালাসিয়ার মতোই। ভেবেছিলেন, বার্সেলোনায় এসে হয়তো নতুন জীবন শুরু হবে।...