চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অ্যাম্বুলেন্স চালক মুরাদ চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আনঞ্জুমান নামীয় একটি অ্যাম্বুলেন্স ভাড়ায় নিয়ে পরিচালনা করতেন। ধর্ষণের শিকার ওই নারী শাহরাস্তি উপজেলার বাসিন্দা। জানা যায়, চালক মুরাদ হোসেন ঢাকা থেকে রোগী নিয়ে লক্ষ্মীপুর জেলায় যান। সেখান থেকে চাঁদপুরে আসার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে আসে। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে তাকে ধষর্ণ করে চালক। পুলিশ জানায়, রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ইবাদুল হক ও সঙ্গীয় ফোর্স টহলরত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্সটি সড়কের...