বিএনপির দুই কেন্দ্রীয় নেতার মধ্যে মনোনয়ন ও জনপ্রিয়তাকে কেন্দ্র করে প্রকাশ্যে বাগবিতণ্ডা এবং পরস্পরকে উদ্দেশ করে কটূক্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটের রাজনীতি। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ। বিতর্কের কেন্দ্রে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় দেওয়া বক্তব্যে তিনি দলের আরেক কেন্দ্রীয় নেতাকে উদ্দেশ করে বলেন, চার-পাঁচ দিন আগে একজন বেয়াদবের বাচ্চা বলেছে, নাঙ্গলকোটে মোবাশ্বের আলমের কোনো ভোট নেই। সে নিশ্চয়ই আওয়ামী লীগের মিটিংয়ে গেছিল। তুই বেয়াদব, তুই কীভাবে বিএনপির লোক চিনবি? মোবাশ্বের আরও বলেন, আমি রাজনীতিতে মেজর জেনারেল, তুই রাজনীতিতে শিশু। মনোনয়ন পাব, না পেলে নাই। কিন্তু এ...