রোববার শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার। তাই শনিবার ছুটির দিনেও হল ও ক্যাম্পাসে তৎপর রয়েছেন প্রার্থীরা। বিতরণ করছেন লিফলেট, চালিয়ে যাচ্ছেন জনসংযোগ। নেতারা বলছেন, রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা আর হবে না। এদিকে, ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ভোটারদের। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। রোববার শেষ হবে আনুষ্ঠানিক প্রচারণা। শনিবার ছুটির দিনে প্রার্থীদের প্রচারণা ছিল হল কেন্দ্রিক। সকালে মুহসিন হলে জনসংযোগ করেছে ছাত্রদল। সাইবার বুলিং নিয়ে অভিযোগের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘ক্যাম্পাসে বিরাজনীতিকরণের যে অপচেষ্টা, সেই জায়গায় কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে। আশা করছি সকল মতের, সকল পথের, সকল ঘরানার যারা ছাত্র রাজনীতি করে কিংবা মতপন্থার মানুষ...