ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জোর দিয়ে বলেছেন, ইসলামবিরোধী শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার এবং ঔদ্ধত্য ও ইহুদিবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের সবচেয়ে নির্ণায়ক উপাদান হলো মুসলিমদের মধ্যে সংহতি ও ঐক্য। শনিবার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও দৃঢ়তা ইসলামবিরোধী শত্রুদের বিশেষত যুক্তরাষ্ট্র ও অবৈধ ও জায়োনিস্ট শাসনের ষড়যন্ত্র ও নকশা ব্যর্থ করার সবচেয়ে কৌশলগত হাতিয়ার। তিনি আরও বলেন, অভিজ্ঞতা প্রমাণ করেছে—যখনই ইসলামি সমাজগুলো ঐক্যবদ্ধ ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নেমেছে, তখনই ঔদ্ধত্যের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তাদের নকশা অকার্যকর হয়ে পড়েছে। তিনি সতর্ক করেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে শত্রুরা আধুনিক গণমাধ্যম, মনস্তাত্ত্বিক যুদ্ধ, হাইব্রিড যুদ্ধ, অন্যায় নিষেধাজ্ঞা এবং দখলদারিত্ব ব্যবহার করে মুসলিম জাতিগুলোর দৃঢ় সংকল্পকে...