শনিবার দুপুরে ঢামেকে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে যান তিনি। মির্জা আব্বাস হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে মির্জা আব্বাস বলেন, নুরের নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো উচিত। আমরা আশা করি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। নুরের উপর আক্রমণ ইচ্ছাকৃত ছিল উল্লেখ...