রোগীর সঙ্গে উত্তেজনার জেরে তার মাথায় আঘাত করেছেন দন্ত চিকিৎসক রাশেদ জামান। আহত মজিদুল (৩৮) বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশনমোরে জামান কমপ্লেক্সে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিচ্ছিলেন ডাক্তার রাশেদ জামান। সেখানে চওড়াটারী গ্রামের মজিদুল চিকিৎসা নিতে আসেন। রোগীর স্ত্রী জানান, প্রতি মাসে ডাক্তার দাত ওয়াস করার নামে দুই হাজার টাকা নিতেন। পুনরায় ব্যথা হলে আজকে মজিদুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলে উত্তেজনার এক পর্যায়ে ডাক্তার রোগীর মাথায় কড়া আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, আহত রোগীর স্ত্রী তাকে পাশের ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা করান।পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনাস্থলে উপস্থিত...