রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব। শনিবার তাদের গ্রেপ্তারের কথা তুলে ধরে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ১ নম্বর আসামি বিল্লাল হোসেনকে ঢাকার হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জ থানার মডেল টাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৩ নম্বর আসামি বাপ্পিকে। সিসিটিভির ভিডিওর মাধ্যমে তাদের শনাক্ত করার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। বুধবার রাতে ৬০ থেকে ৭০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও কোম্পানির একজন মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালায়। হামলার ঘটনায় সোহাগ গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা দেওয়ান মো. আল আমিন বাদী হয়ে বৃহস্পতিবার রমনা থানায় একটি মামলা করেন। এতে আসামির তালিকায় ১৮ জনের নাম বলা হয়েছে।...