গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেরেশতার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। ৩৬ জুলাই বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনো সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। শনিবার সকালে নাটোরে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, ‘‘বিচার ও সংস্কারের কাজ এখনো বাকী আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্টা চলছে, বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েও উঠছে। সংস্কারের কাজও চলছে। সাথে জাতীয় নির্বাচনেরও সকল প্রস্তুতি চলছে। আশা করছি গণঅভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিবে।’’ ‘‘ফ্যাসিবাদের পতন হয়েছে মানে তারা বসে থাকবে তা...