
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্যবিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এছাড়া ওই দিন রাতে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ এবং হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী প্রশাসনের হল ত্যাগের নির্দেশ অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থীরা দ্বিতীয় বারের মতো আলোচনা বসেন। এ ছাড়া শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়েও আলোচনা হয় এবং গত মঙ্গলবার আলোচনায় যেসব বিষয় উত্থাপিত হয়েছিল সেগুলো লিখিত আকারে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়। যাতে পরবর্তী সিন্ডিকেট সভা সেই লিখিত প্রস্তাবনার ভিত্তিতে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা লিখিত প্রস্তাবনা দিতে রাজি না...