ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে ‘ঘৃণার বিষবাষ্প ছড়ানোর’ অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে, এ ধরনের অপপ্রচার গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করবে। অনলাইনে অপপ্রচার নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ভোটের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন ছাত্রদল সমর্থিত প্যানলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। তিনি বলেন, “আমরা দেখছি, মাঠের রাজনীতিতে পেরে না উঠে, শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার করছেন। “এ ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে গণতান্ত্রিক নির্বাচনি পরিবেশ, সেটিকে বিঘ্ন করবে।” এ বিষয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়ার পর শনিবার তার অগ্রগতি জানতে আসার কথা বলেন তিনি। এর আগে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে হেনস্তা, হয়রানি ও অপপ্রচারে...