বেলা সাড়ে ৩টার দিকে ফকির লালন শাহর আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ ফটক পার হয়ে ভেতরে ডানপাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে। লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েনের বিশেষ কোনো কারণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘আপনারা জানেন গতকাল রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতকর্তার কারণে আমাদের পুলিশ লাইন্স থেকে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে...