জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আঞ্জুমান আরা আবারো বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জবি প্রেসক্লাব। বই চুরির ঘটনায় সাংবাদিককে হুমকি দেওয়া ও ছাত্রলীগের পিটুনি সংস্কৃতিকে সমর্থন করার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে পারিবারিক সহিংসতার উদাহরণ টেনে এনে এ মন্তব্য করেন। তবে পোস্ট দেওয়া আধাঘণ্টা পর তিনি তা মুছে দেন।আরো পড়ুন:ফ্রান্সে এক্সের বিরুদ্ধে তদন্ত শুরুসংসার ভাঙলো কনার, ন্যান্সি ‘শিয়াল রাণী’ বললেন কাকে? সংসার ভাঙলো কনার, ন্যান্সি ‘শিয়াল রাণী’ বললেন কাকে? তিনি স্বামী-স্ত্রীর পারিবারিক সহিংসতার গল্প টেনে পোস্টে লেখেন, “এক মহিলার স্বামী খারাপ, সে তার স্ত্রীকে `ধইরা ধইরা পিটাইতো’। মহিলা স্বামীকে ছেড়ে বাপের বাড়ি গিয়ে উঠলো। স্বামীর লাগাতার বদনাম করতে লাগলো।...