গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলা মহিলা দল শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার চত্বরে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি সানজিদা আক্তার রাহেলা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র রক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের বাক স্বাধীনতা, সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেলে আর ফিরে আসে না। আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।” সম্মেলনে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য...