দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী অভিযানে শত শত কোরিয়ান নাগরিক গ্রেফতারের ঘটনায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার তিনি বলেছেন, সরকার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সব ধরনের প্রচেষ্টা চালাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছেন, জর্জিয়ার সাভানার কাছে হুন্দাই কারখানায় বৃহস্পতিবার চালানো অভিযানে ৩০০ জনের বেশি কোরিয়ানকে গ্রেফতারের পর জরুরি প্রতিক্রিয়া টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে তিনি ওয়াশিংটনে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনাও করতে পারেন। চো বলেন, আমাদের নাগরিকদের এভাবে গ্রেফতার হওয়া নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এর জন্য আমি দায়বদ্ধতা অনুভব করছি। মার্কিন অভিবাসন দফতরে (আইসিই) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাত, কোমর ও পায়ে শেকল পরানো অবস্থায় শ্রমিকদের বাসে তোলা হচ্ছে। হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়ি নিয়ে চালানো এ অভিযানে মোট ৪৭৫...