ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদ্রাসার সামনে খালে বৈদ্যুতিক মোটর লাগিয়ে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভালুকা থানার ওসি হুমায়ুন কবির। নিহতরা হলেন- উপজেলার মামারিশপুর এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে আব্দুল মুমিন (১৮) এবং মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহেদী হাসান (১৯)। তারা মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই মাদ্রাসার সামনে খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে নামেন...