বিবৃতিতে নেতারা বলেন, ববি হাজ্জাজসহ গত কয়েক দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা মনে করি এসব হামলা একই সূত্রে গাঁথা এবং নির্বাচন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়নের প্রচেষ্টা। নেতারা বলেন, ববি হাজ্জাজসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলা একই সূত্রে গাঁথা। ফ্যাসিবাদবিরোধী নেতাদের হত্যার চেষ্টা মানে জুলাই আন্দোলনের ওপর আঘাত। এ ব্যাপারে সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান ১২ দলীয় জোট নেতারা। তারা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিবেশী দেশ থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা। নেতারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত ও জোরদার করতে হবে, ঐক্যের...