যাদের জনগণের প্রতি আস্থা নেই তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন তিনি। রহমাতুল্লাহ বলেন, দীর্ঘদিন যাবত দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এমনকি এক যুগের বেশি সময় ধরে ভোটার হওয়া সত্ত্বেও নাগরিকদের বড় একটি অংশ ভোট দেওয়ার সুযোগ পায়নি ফ্যাসিবাদী শাসনের কারণে। সারাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নিজে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে। দুঃখজনক হলেও সত্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির পরিচয়ে পরিচিত কিছু রাজনৈতিক দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের হুমকি প্রদান করছে। যা প্রকারান্তরে ফ্যাসিবাদকেই মাথাচাড়া দিতে সহায়তার অংশ হিসেবে বলে...