
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ কবর ও দরবার শরিফে হামলার সময় নিহত রাসেল মোল্লার পরিবার এই ঘটনার বিচার দাবি করেছে। রাসেলের বাবা আজাদ মোল্লা অভিযোগ করেন, “শুক্রবার দুপুরের পর সেখানে উত্তেজিত জনগণ আমার ছেলের মুখটা হাতুড়ি দিয়ে পিটিয়েছে, পিঠে কুপিয়েছে। আমার ছেলের কী দোষ ছিল? কেন আমার ছেলেকে মারা হল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।” গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রিপাড়ার বাড়িতে বসে শনিবার আজিজ মোল্লা এই দাবি জানান। এ সময় তিনি কান্নজড়িত কণ্ঠে বলেন, “আমার রাসেল ছোট থেকেই নুরাল পাগলের ভক্ত ছিল। ছোট থেকেই গোয়ালন্দ পাক দরবার শরিফে যাওয়া-আসা করত, দরবারকে ভালোবাসত। শুক্রবারও সে সেখানে গিয়েছিল।” রাসেল মোল্লা (২৮) পেশায় ছিলেন কাভার্ড ভ্যানের চালক। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি...