সুরটা বেঁধে দিলেন ব্লেসিং মুজারাবানি। চমৎকার বোলিংয়ে সঙ্গত করলেন ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা। তাতে একশর আগেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। রান তাড়ায় কয়েকটি উইকেট হারালেও জিততে বেগ পেতে হলো না জিম্বাবুয়ের। হারারেতে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। লঙ্কানদের ৮০ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচ জিতে নিয়েছে তারা ৩৪ বল বাকি থাকতে। টি-টোয়েন্টিতে আটবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় জয় পেল জিম্বাবুয়ে। প্রথমটি ছিল ২০২৪ সালের জানুয়ারিতে, কলম্বোয় ৪ উইকেটের জয়। এবারের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল জিম্বাবুয়ে। প্রথমটি তারা হেরেছিল ৪ উইকেটে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে...