ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মাত্র দুদিন বাকি। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। সবার নজর কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস ও এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদগুলোর দিকে। গণমাধ্যমেও উঠে আসছে তাদের প্রচার-প্রচারণার খবর। তবে হল সংসদের প্রার্থীরাও বসে নেই। তারাও হলের কক্ষে কক্ষে ঘুরে ভোট চাইছেন। হলকেন্দ্রিক সমস্যা নিরসনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য কোন কোন সুবিধা নিশ্চিত করবেন, তা নিয়ে ইশতেহারও দিচ্ছেন তারা। হল সংসদে পদ কতটি, কী কীপ্রতিটি হল সংসদে মোট ১৩টি পদ। সেগুলো হলো- ভিপি, জিএস, এজিএস, সাহিত্য সম্পাদক, সংস্কৃতিবিষয়ক সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক। বাকি চারটি কার্যনির্বাহী সদস্য পদ। বেগম রোকেয়া হলভিপি পদে লড়ছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা হামিম, সমাজবিজ্ঞান বিভাগের ঈশিতা...