বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে উত্তাপ বাড়ছে দিন দিন। আগামী অক্টোবরের শুরুর দিকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিচালনা পর্ষদের ভোটযুদ্ধ। ইতিমধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিসিবি। আর এই নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক দুই অধিনায়ক— আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। বর্তমানে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা বুলবুল কিছুদিন আগে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম। শনিবার একটি টিভি চ্যানেলকে সময় দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন করতে চাইলে সভাপতির পদ থেকে বুলবুলের সরে দাঁড়ানো উচিত। তামিম বলেন, “আমার মনে হয়, উনার রিজাইন করা উচিত। কারণ এটার কোনো গ্যারান্টি নাই যে নির্বাচন পুরোপুরি ফেয়ার হবে। উনি যদি পদ ছাড়েন, তাহলে এটা অনেক ইতিবাচক উদাহরণ হবে। যেহেতু তিনি একজন সৎ ব্যক্তি, তাই...