ডাসারে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন খানের চাচাতো ভাই নিখোঁজ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মাদারীপুর:মাদারীপুরের ডাসারে মারুফ খান (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজ মারুফ খান ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের মৃত ধলাচান খানের ছেলে। তিনি বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন খানের চাচাতো ভাই।পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, নিখোঁজ মারুফ খানের গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি।এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন বা খুঁজে পান, তবে...