নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ১৫টি কোম্পানির মধ্যে জুলাই’২৪-মার্চ’২৫ সমাপ্ত নয় মাসে কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো কমেছে বা ক্যাশ ফ্লো’র অবনতি ঘটেছে ৪টি কোম্পানির। বিপরীতে বেড়েছে ৮টির এবং ক্যাশ ফ্লো হালনাগাদ প্রকাশ করেনি ৩টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- আমান ফিড, বার্জার পেইন্ট, হামি ইন্ডাস্ট্রিজ ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৬৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৫৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ১ টাকা ২১ পয়সা। প্রথম প্রান্তিকে বা তিন মাসে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনসা ৩৫ টাকা ৩২ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল মাইনাস ১৭...