বাংলাদেশ কপিরাইট অফিসের উপনিবন্ধক (যুগ্মসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কপিরাইট অফিসের উপনিবন্ধক (যুগ্মসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হলো। আগামী ১০ সেপ্টেম্বর তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জানা গেছে, ফজলুল হকের গ্রামের বাড়ি পাবনায় হওয়ার কারণে তিনি প্রতিনিয়ত তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল ইসলাম টুকুর সঙ্গে প্রতিনিয়ত সাক্ষাৎ করতেন। এছাড়া ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগের রাজনীতি করতেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার নিজের ফেসবুকে প্রতিনিয়ত শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতেন। সরকার...