শেষ পর্যন্ত আবারও হতাশাই সঙ্গী হলো লাল-সবুজের তরুণদের। সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাব, তার সঙ্গে অগোছালো বদল সব মিলিয়ে ম্যাচের যোগ করা সময়ে ইয়েমেনের কাছে হারতে হলো বাংলাদেশকে। শনিবার (৬ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ১-০ গোলের পরাজয়ে কার্যত বিদায় নিশ্চিত করল বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত সময় শেষে ৯০+৪ মিনিটে গোল করেন ইয়েমেনের বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামি। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইয়েমেন। অন্যদিকে, সমান ম্যাচে এখনো শূন্য হাতে বাংলাদেশ। তাত্ত্বিকভাবে বিদায়ের সমীকরণটা সম্পূর্ণ হয়নি ঠিকই, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ এবং সেরা রানার্সআপ হয়ে এশিয়ান কাপে খেলার সম্ভাবনাও এখন প্রায় নেই বললেই চলে। বাংলাদেশের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সিঙ্গাপুর। পুরোপুরি আধিপত্য না থাকলেও প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল...