এ বছরের দুই সুপারহিট ভারতীয় ছবি ‘সাইয়ারা’ ও ‘কুলি’ এবার আসছে ওটিটিতে। বক্স অফিসে ৫০০ কোটির বেশি ব্যবসা করা এই ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিকে ঘিরেই। মোহিত সুরির পরিচালনায় ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তোলে। নতুন জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবিটি সমালোচক ও দর্শকের কাছ থেকে সমান প্রশংসা পায়। দেশীয় বক্স অফিসে ৩৯৭.৮৯ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৫৫০ কোটির বেশি আয় করে নেয় ‘সাইয়ারা’। এখন অপেক্ষা ওটিটি আত্মপ্রকাশের। সর্বশেষ খবর অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ছবিটির, যদিও নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। অন্যদিকে, রজনীকান্ত অভিনীত তামিল অ্যাকশন থ্রিলার ‘কুলি’ মুক্তি পায় গত আগস্টে। লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত এ ছবিটি শুরুতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে একসময়...