ডায়াবেটিস এখন আর নির্দিষ্ট বয়সের রোগ নয়, বরং ছড়িয়ে পড়েছে সর্বত্র। গ্রাম থেকে শহর— প্রায় প্রতিটি পরিবারেই এখন ডায়াবেটিস রোগী পাওয়া যায়। চিকিৎসকদের মতে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা আর মানসিক চাপ— এসবই ডায়াবেটিস বাড়ার অন্যতম কারণ।সবচেয়ে বড় সমস্যা হলো, অনেকেই অজান্তে প্রিডায়াবেটিসে ভুগছেন। এ সময় রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেও তা পুরোপুরি ডায়াবেটিস হিসেবে ধরা পড়ে না। ফলে রোগীরা বুঝতেই পারেন না, অথচ নীরবে ঝুঁকি বাড়তেই থাকে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি লক্ষণ আগে থেকেই ধরা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।কীভাবে হয় ডায়াবেটিসআমাদের শরীরে অগ্ন্যাশয় ইনসুলিন নামের একটি হরমোন তৈরি করে। এই হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। কিন্তু অগ্ন্যাশয় কোনো কারণে ইনসুলিন উৎপাদন কমিয়ে দিলে বা বন্ধ করে দিলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। তখন সেটি ডায়াবেটিসে রূপ...