সিনিয়র কিংবা জুনিয়র, বাংলাদেশের ফুটবলে শেষ মুহূর্তে গোল খেয়ে স্বপ্নভঙ্গের অতীত আছে ভুরি ভুরি। আরও একবার তেমন ঘটনাই ঘটলো। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শেষ সময়ে এসে গোল খেয়ে ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা দুই হারে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে ফাহমিদুল-মোরসালিনদের। নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ তখন। রেফারি ইনজুরি টাইম দেন ৪ মিনিট। সেই চার মিনিটের একদম শেষভাগে এসে গোল হজম করেছে বাংলাদেম। খেলা শেষ হওয়ার মাত্র ৩৫ সেকেন্ড আগে গোলকিপার মেহেদী হাসানকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন ইয়েমেনের বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামী। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ফিফা র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে থাকা ইয়েমেনের সঙ্গে তাল মিলিয়েই লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু শেষটা ভালো হলো...