‘বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর নিয়ে যত আলোচনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘‘গতকাল (৫ সেপ্টেম্বর) বহুল প্রচারিত চ্যানেল আই অনলাইনে প্রকাশিত ‘বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর নিয়ে যত আলোচনা’ শীর্ষক প্রতিবেদনটি বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের প্রথম শিরোনাম ছিল: বাণিজ্য উপদেষ্টার আগমনে শুক্রবারেও খোলা ছিল দুই বিদ্যালয়। যা পরবর্তীতে মৌখিক প্রতিবাদে পরিবর্তন করা হয়। প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে বাণিজ্য উপদেষ্টার সফরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকাশিত সংবাদের একটি অংশে বলা হয়েছে ‘উপদেষ্টার আগমন উপলক্ষে ছুটির দিন শুক্রবারও দুটি বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক-কর্মচারীকে বিদ্যালয়ে আসতে হয়।’ প্রকৃতপক্ষে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর...