ব্যাংক লোকসানে থাকলে সেই ব্যাংকের কোনো কর্মকর্তাই বোনাস পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ‘ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে সে ব্যাংক কোনোভাবেই ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না।’ তিনি আরও জানান, ঋণ তিন মাস অনাদায়ী থাকলে তা নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবে গণ্য করা হবে। গভর্নর বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ‘গত কয়েক বছরে দেশের অর্থ ব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে উঠতে আমরা কাজ করছি। কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে,’—বলেন তিনি। প্রবাসী আয়ে হুন্ডির প্রভাব কমে আসায় সন্তোষ প্রকাশ করেন গভর্নর...