বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।কিন্তু আজকে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।আমি বলতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয় ষড়যন্ত্র। গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাহবুবের রহমান বলেন, আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, আমরা...