পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) থেকেও জাতি শিক্ষা নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইসলামের প্রকৃত শিক্ষা না থাকায় আজ দেশে হানাহানি বেড়েছে, মব সন্ত্রাস চলছে। অথচ সরকার কেবল কঠোর বিবৃতি দিচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে।’প্রতিষ্ঠাবার্ষিকী সভায় পৃথকভাবে অংশগ্রহণ করেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মাওলানা নুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, উমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এ ছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী...