বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করে বলেছেন, “দেশে দু-একটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।” তিনি এসব দলের উদ্দেশ্যে বলেন, “ভুল পথে ধাবিত হবেন না।” শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবীতে পল্লবী ও রূপনগর থানা বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে: দুদুনুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে: দুদু আমিনুল হক বলেন, “দেশের জনগণ দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।” তিনি আরো বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি অবাধ...