চাঁদপুরে অ্যাম্বুলেন্সে এক নারীকে (২৪) ধর্ষণের অভিযোগে চালক মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মুরাদ হোসেন চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে। তিনি ‘আঞ্জুমান’ নামের একটি অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে পরিচালনা করতেন।আরো পড়ুন:যাত্রীকে হয়রানি, শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জসহ ৭ জনের বিরুদ্ধে মামলাকালীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে কারাগারে প্রেরণ যাত্রীকে হয়রানি, শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জসহ ৭ জনের বিরুদ্ধে মামলা কালীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে কারাগারে প্রেরণ পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা নামক স্থানে সড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স থামানো অবস্থায় ছিল। এ সময় ওই সড়কে টহল দিচ্ছিলেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবাদুল হক ও...