মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও ‘খুবই ইতিবাচক’। শনিবার এক্সে দেওয়া বিবৃতিতে মোদি লিখেছেন, ট্রাম্পের আন্তরিকতা ও ইতিবাচক মূল্যায়নকে তিনি গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। মোদি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ইতিবাচক, অগ্রগামী, বিস্তৃত ও বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এর আগে শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন, ভারত ও রাশিয়া যেন ‘চীনের হাতে হারিয়ে গেছে’। তবে পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি মন্তব্যটি নরম করেন ও বলেন, আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়েছি। আমি সব সময় মোদির বন্ধু থাকব। সম্প্রতি মার্কিন প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, মস্কো থেকে সস্তায় তেল কিনে নয়াদিল্লি ইউক্রেনযুদ্ধে রাশিয়ার হামলা চালানোর সক্ষমতাকে শক্তিশালী করছে।...